Tuesday, 13 August 2024

দক্ষিণ ২৪ পরগনা বেড়াতে যাব সেরা জায়গায়

মৌসুমী আইল্যান্ড

                                       মৌসুমী আইল্যান্ড খুব সম্প্রতি আত্মপ্রকাশ করেছে পর্যটন কেন্দ্র হিসেবে| বিভিন্ন রকম কটেজ করে উঠেছে |এই কটেজ গুলো বেশিরভাগই টেন্ট টাইপের এবং কিছু কিছু  মাটির বাড়ি আছে | আপনি এখানে এসে একবেলার জন্য এসে উপভোগ করে চলে যেতে পারেন  , আবার রাত কাটাতেও পারেন  |এখানে আপনি এসে নদীর তীরে নদীতে স্নান করতে পারবেন , নদীর তীরে পায়চারি করতে পারবেন |দূর থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখতে পারবেন |  Tent- এর মধ্যে বিনোদনের আয়োজন করা হয়, যেমন বন ফায়ার বিভিন্ন রকম খাবার দাবার এবং মাছ উৎসব এইসব আয়োজন করা হয় |


 

                    এখানে এসে আপনি ক্যাম্পে বসে দোলা খেলে খেতে নদীর উপভোগ করতে পারেন এবং এখানে যে ক্যাম্প রয়েছে ,ক্যাম্পের খাওয়া-দাওয়া কিন্তু দারুন | মোটামুটি ধরে সকালবেলা আপনি গেলেই ডাবের জল পেয়ে যাবেন , তারপর জলখাবারের লুচির ঘুগনি পেয়ে যাবেন | বেলায় মোটামুটি  ভাত   ভাজা ,ইলিশ মাছ আর চিংড়ির মালাইকারি ,চাটনি ,পাপড় , কোলড্রিংস বিভিন্ন |

                             তাছাড়া উত্তম ব্যবহার তো রয়েছে  ,আপনারা যখন খুশি চলে আসতে পারেন মৌসুমী আইল্যান্ডে ,এলে অবশ্যই আগে থেকে ক্যাম্প  বুক করে আসবেন, কিন্তু ছুটির দিনগুলোতে ক্যাম্প ভর্তি হয়ে যায় এবং এসে ফিরে যাওয়াটা খুব খারাপ লাগে | তাই আগে থেকে ক্যাম্প বুক করে আসাটাই বেটার |



 

 কিভাবে আসবেন মৌসুমী আইল্যান্ডে ?

                                    মৌসুমী আইল্যান্ডে আসতে গেলে, আপনাকে কলকাতা থেকে নামখানা  ট্রেনে অথবা কলকাতা থেকে নামখানা বাসে আসতে হবে |বাসে এসে আপনাকে  অটো বা টোটো করে দোষ মাইলে  যেতে হবে | দশমাইল বাজার থেকে আবার অটো করে পাতিবুনিয়া ঘাট যেতে হবে। পাতিবুনিয়া ঘাট থেকে আপনাকে ফেরি পার করে আবার , টোটো চেপে আপনার নির্দিষ্ট ক্যাম্পে যেতে হবে | কখনো কখনো বিশেষ করে শীতকালে ছুটির দিনগুলোতে পাতিবুনিয়া ঘাটে প্রচুর লাইন পড়ে যায় কারণ এরা খুবই লঞ্চে সীমিত | কিন্তু সেই সময় পর্যটকের  ধল নামে মোটামুটি | ক্যাম্পগুলোর একেকজনের জন্য সারা দিনে থাকা খাওয়া বাবদ ১২০০ থেকে ১৩০০ টাকা নেয় , আর আপনি যদি এক বেলা গিয়ে খেয়ে চলে আসেন মোটামুটি ৩০০ থেকে ৩৫০ টাকা লাগে |

 

কোথায় থাকবেন ? 

মৌসুমী আইল্যান্ড কোনো হোটেল নেই , সবকটি ক্যাম্প , নিচে কিছু ক্যাম্পের ডিটেলস দিলাম  

 1)Alafiia Travellers camp contact -  
  Nitya Nanda Maiti - 99331 94272

2)Mousuni island best camp 
  6296071034,, 8944801705

3) Anandadhara camp 
4) Sreeja Sana Inn Camp
5) Baluchari Beech Camp
6) Dreamland Beach Camp
7) Sand Castle Beech Camp
8) New Sonar Bangla resort

মৌসুমী আইল্যান্ড মূল আকর্ষণ 

  • উন্মুক্ত নদীর তীর  
  • উন্মুক্ত নির্মল বাতাস , শহরের কোলাহল থেকে বহু দূরে 
  • নদীতে স্নান 
  • নৌকায় বেড়ানো 
  • সুন্দর খাওয়া দাওয়া 
  • গ্রামের মানুষের সরল জীবন যাপন দর্শন    

মৌসুমী আইল্যান্ড বেড়ানোর কিছু পরামর্শ 

  •     সরকারি পরিচয় পত্র সঙ্গে রাখবেন  , রিসোর্ট  কর্তৃপক্ষ যাচাই করতে পারে | 
  •     সবসময় নিরাপদ জায়গায় চান করবেন |  
  •     ভরা কোটাল বা দুর্যোগের সময় সমুদ্রের কাছে যাবেন না  | 
  •     একটি নির্জন এলাকা , তাই সন্ধ্যার পর রিসোর্টের বাইরে বেশিদূর না যাওয়া নিরাপদ | পারলে একটা টর্চ সঙ্গে রাখুন |   
  •      প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন , এখানে দোকান সেরকম নেই | 

কথন যাবেন ? 

মৌসুমী আইল্যান্ড সময় যাওয়া যায় , তবে ছুটির দিন গুলোতে ভিড় হয় অনেক বেশি | শীতকাল মৌসুমী আইল্যান্ড বেড়াবার আদর্শ সময় 

কিভাবে যাবেন ?

ট্রেন ও বাস দুভাবেই যাওয়া হয়       

ট্রেনে : 

শিয়ালদহ 5:16 AM - নামখানা 8:00 AM
শিয়ালদহ 7:14 AM - নামখানা 10:08 AM

34792Sealdah–Namkhana Local13:20to 16:02


34794Sealdah–Namkhana Galloping Localto 21:30     

ভাড়া ২৫ টাকা  


বাসে :
কলকাতা থেকে বাস পরিষেবা: 


 WBTC (CTC) Kolkata - Namkhana - Bakkhali (AC VOLVO)      06:300 to 09:15
 WBTC (CTC) HABRA-NAMKHANA Non AC Seater (2+3)       07:250 to 10:40
 WBTC (CTC) HABRA - BAKKHALI Non AC Seater (2+3)        07:500 to 11:35

ভাড়া ৮৩ থেকে ২১৫ টাকা 


পাতিবুনিয়া 

                        যেটা খুব সম্প্রতি  একটি নতুন টুরিস্ট হিসাবে জনপ্রয়তা অর্জন করেছে | নামখানার আশেপাশের গড়ে উঠেছে তার নাম হলো পাতিবুনিয়া |এখানে লোকেরা আবার সমুদ্রের বিচ বলে থাকে আবার কেউ কেউ বললে নদী | যাই হোক সে বিতর্কে না গিয়ে আমরা , পাতিবুনিয়া কিভাবে যাব ? কি আছে ? কি করব ?
                                 একটা নির্জন জায়গা এখানে জলরাশি দেখতে পাবেন এবং সমুদ্রের মৃদুমন্দ হাওয়া পাবেন এবং প্রকৃতির নির্মল একটু হেঁটে গেলে এখানে একটা জঙ্গল দেখতে পাবেন | এখানে রিসোর্ট গুলো  গাইড প্রোভাইড করে জঙ্গল টা ঘুরিয়ে দেখানোর জন্য ,আপনারা হেঁটে যেতে যেতে মরা কচ্ছপ দেখতে পাবেন প্রচুর ,পরিমাণে বড়  ঝিনুক দেখতে পাবেন এছাড়াও জঙ্গলের মধ্যে অনেকটাই প্রবেশ করতে পারে  | হোটেলের যে লোকটি আমাদের সঙ্গে গেছিল তিনি জানালেন এখানে জঙ্গলে নাকি হরিণ পাওয়া যায় | তাছাড়াও আপনারা এখানে বেশ কিছুটা সময় কাটানোর  পর সন্ধ্যেবেলা ,এই এখানে তিন-চারটে যে রিসোর্ট আছে , বন ফায়ারের ব্যবস্থা আছে এবং সন্ধ্যেকালে কিছুটা নাচ গান অনুষ্ঠান হয় পরদিন সকালবেলা আপনার স্নানও করতে পারেন অথবা একটা ছোট নৌকা নিয়ে আপনারা কাছাকাছি ঘুরেও আস্তে   পারেন |এইখানে যে নৌকা গুলো পাওয়া যায় সবই মাছ ধরার নৌকা , ৩০০ থেকে ৪০০ টাকা ঘন্টা |আপনি যেরকম নেবেন সেরকম আপনার অনেক দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসবে |মোটামুটি ভালোই এবং আপনাকে সমুদ্রের সমুদ্রের ঈগল যেগুলো আছে সাধারণ জলে ভেসে বেড়াচ্ছে এবং আপনি যখন নৌকো চলে যাবেন তখন আপনার চারিপাশে এরা ঘুরতে থাকবে |দৃশ্যটা অপূর্ব আমি ভিডিও তো দিয়ে দিলাম |আপনারা দেখতে পারেন |এখানে কি রিসোর্ট গুলো কোনটাই কিন্তু হোটেল নয়, এগুলো এক ধরনের ছোট ছোট রিসোর্ট এবং এর দেয়াল কিন্তু পাকা নয় ,দেওয়াল গুলো হচ্ছে কাঠের এবং মাথাটা খড় দিয়ে এবং অনেকগুলো ঘরের জন্য একটাই কমন টয়লেট রয়েছে |
 
একানকার রিসোর্ট গুলো থাকা কাওয়া নিয়ে , প্রতিদিন জন পিছু মতো নেয় | একবেলা মাছ , একবেলা মাংস নিয়ে সারা দিনের খাওয়া দাওয়া দিতে থাকে | চাইলে মাছ ভাজা , জলসা আয়োজন করে থাকে |
ফেরবার বেবস্তা রিসোর্ট থেকেই করে দেয় | রিসোর্ট গুলোর কর্মচারীদের ব্যবহার খুব মধুর |

পাতিবুনিয়া আইল্যান্ড মূল আকর্ষণ 
  • উন্মুক্ত নদীর তীর  
  • উন্মুক্ত নির্মল বাতাস , শৃগাল পাখির আনাগোনা 
  • নৌকায় বেড়ানো , 
  • জঙ্গল দর্শন , কপালে জুটলে হরিণ দেখতে পেয়েযেতে পারেন 



 


কিভাবে যাবেন ?
ট্রেন ও বাস দুভাবেই যাওয়া হয়       

ট্রেনে :

শিয়ালদহ 5:16 AM - নামখানা 8:00 AM
শিয়ালদহ 7:14 AM - নামখানা 10:08 AM

34792Sealdah–Namkhana Local13:20to 16:02


34794Sealdah–Namkhana Galloping Localto 21:30  

বাসে :
কলকাতা থেকে বাস পরিষেবা:
ধর্মতলা (Dharmatala/Esplanade) থেকে রাজ্য পরিবহন (WBSTC), প্রাইভেট  বাস পাওয়া যায়।
বাসের ধরন:
নন-এসি বাস

ভাড়া ও সময়:
ভাড়া ₹83 – ₹200 এর মধ্যে ।
যাত্রা সময় আনুমানিক ২ঘন্টা ৪৫মিনিট থেকে ৩ ঘণ্টা ৪৫মিনিট পর্যন্ত 
আপনি ট্রেনে আসুন বা বাসে , প্রথমে আস্তে হবে ১০ মাইল বাজার , সেখান থেকে টোটো করে পাতিবুনিয়া | 

কোথায় থাকবেন ?
সান্তনু বিচ রিসোর্ট , ফোন নম্বর :087507 00714

কথন যাবেন ? 
পাতিবুনিয়া  বছরের সবসময় জাওয়াযায় , তবে ছুটির দিন গুলোতে ভিড় হয় অনেক বেশি | তাই ছুটির দিন গেলে আগে থেকে হোটেল বুক করে যাওয়াটাই নিরাপদ |

পাতিবুনিয়া বেড়ানোর কিছু পরামর্শ 
  • সরকারি পরিচয় পত্র সঙ্গে রাখবেন  , রিসোর্ট  কর্তৃপক্ষ যাচাই করতে পারে | 
  • সবসময় নিরাপদ জায়গায় চান করবেন |  
  • ভরা কোটাল বা দুর্যোগের সময় সমুদ্রের কাছে যাবেন না  | 
  • পরিষ্কার , পরিছন্ন জায়গায় আহার গ্রহণ করবেন | অযথা থানীয়দের সঙ্গে তর্কে জড়াবেন না |একটি নির্জন এলাকা , তাই সন্ধ্যার পর রিসোর্টের বাইরে বেশিদূর না যাওয়া নিরাপদ | পারলে একটা টর্চ সঙ্গে রাখুন |

 

 

No comments:

Post a Comment

Interactive CSS Button Designer Tool – Free & Fast

What is Button ?                               Button is an element of HTML. HTML is used to design Web Pages, Websites and Web applications...